নামজারি হয় এসি (ল্যান্ড) অফিসে। জমির মালিকানার প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট দলিলাদি ও কাগজপত্রের ফটোকপিসহ এসি (ল্যান্ড) বরাবর আবেদন করতে হয়। এজন্য একটি নির্ধারিত ফর্ম রয়েছে। ফর্মটি এসি(ল্যান্ড) অফিসে পাওয়া যায়। ফর্মটি ভালভাবে পড়ে নিন। কোন শব্দ বা টার্ম না বুঝলে এই ওয়েবসাইটের সাহায্য নিন বা এসি (ল্যান্ড) অফিসের কোন কর্মকর্তার সাহায্য নিন।